গোপন প্রণয়
হাত ছুঁয়ে থাকা অনন্ত সুখ
সে আমার অস্তিত্বের সন্ধান,
পিছুটান আপন করে পেয়ে যায়
অস্তিত্ব আমায় আকন্ঠ করে পান।
সময়ের দুই প্রান্তের সন্ধি
আমায় পারে নি কেউ গ্রহন করতে,
দোটানে ছিড়ে যাওয়া বুক
বিদগ্ধতায় শুধু পারে জ্বলতে।
শোন হে অনন্ত সময়
টানাপোড়া সেতো আর নয়,
জানো কিসে অব্যাক্ততা?
সে আমার একান্ত গোপন প্রণয়।
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




