ব্লগারদের পরীক্ষা এবং অন্যান্য কাজের ঝামেলার কারনে ১৯ তারিখ প্রস্তাবিত ব্লগ ডে উদযাপন ২২ তারিখ রবিবার পেছানো হয়েছে। যেহেতু শুক্রবার নয়, বরং রবিবার মালায়শিয়ার সাপ্তাহিক ছুটির দিন, তাই সবার সমস্যার কথা বিবেচনা করে আলোচনা সাপেক্ষে ২২ তারিখ চূড়ান্ত করা হল।
স্থান : বুকিত বিনতাং, কুয়ালালুমপুর।
মালায়শিয়া অবস্থানরত যেসব ব্লগার ভাই/বোনেরা এখনো এ বিষয়ে অবগত নন, তারা দয়া করে অতিস্বত্তর একটা মেইল করুন। যদিও জরিপ অনুযায়ী মালায়সিয়া প্রবাসী ব্লগারের সংখ্যা নেহায়েত কম নয়, কিন্তু ব্লগ ডে উদযাপনের পরিকল্পনায় আমরা এখনো হাতে গোনা দু-চারজন ছাড়া তেমন কেউ সাড়া দেয়নি, ছোট পরিসরে হলেও আমরা চাচ্ছি ব্লগ দিবস উদযাপনের সাথে সাথে প্রবাসী ব্লগাররা একে অন্যের সাথে পরিচিত হই। তাই আশা করি যারা এখনো যোগাযোগ করেন নি, যত দ্রুত সম্ভব মেইল করুন।
ইমেইলঃ [email protected]
ব্লগার সত্যচারী
পূর্বের পোষ্ট এর লিঙ্কঃ ব্লগ ডে পালনের উদ্দ্যোগ - মালয়েশিয়া
টাইপিং কৃতজ্ঞতাঃ ব্লগার সত্যচারী ভাই
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




