
অকস্মাৎ নিজের কথা ভাবতে বসলে-
টের পাওয়া যায় বিশ্ব ছোট হয়ে গেছে,
একজন পুরুষের জীবন অতটা বিশাল নয়
যতটা চওড়া তার বুকের মাপ হয়ে থাকে।
পুরুষকে ভালোবাসা দিতে শিখে নাও
কেননা পুরুষ কুকুরের মত;
আধাবেলা ভালোবেসে দ্যাখো-
আজীবন তোমায় রেখে দিবে চোখের কোণে।
(০৩-১০-২০১৮)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


