বৃষ্টি, তুমি কি আবার আমাকে ভাসিয়ে নিয়ে যেতে পার না?
পার না আমার বিষদাঁত উপড়ে নিতে?
………………………………………………………………………
আমি পারি না নিজেকে মেরে ফেলতে
অমরত্বের অভিষাপ নিয়ে বেঁচে আছি
Kurosawa- র Dreams এর সেই Demon ও বেঁচে ছিল।
……………………………………………………………………….
তুমি জানতেও পারবে না এত বিষ আমার রক্তে।
সাপেরা নাকি সম্মোহন করতে পারে!
আমার ছোবলের পর তুমি আমারই বুকে মাথা রেখে
গভীর থেকে গভীরতর প্রেম অনুভব করবে।
……………………………………………………………………….
মিথ্যা প্রেমের জ্বালা আমি আর বইতে পারি না,
তবুও অভিনয় আমাকে করতেই হবে।
……………………………………………………………………….
শ্বাস নিতে কষ্ট হয়।
মরে যেতে যেতেও মরি না।
বৃষ্টি এস,
আমাকে বাঁচিয়ে তোল,
শেষবারের মত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




