এই কথা শুনলে কি মাথা ঠিক থাকার কথা। যেখানে ১৫৩ জন নির্বাচনের পূর্বেই সিলেকশনে পাশ করিয়ে নিয়েছে, অর্ধেকের বেশি মানুষের ভোটাধিকার হরন করা হয়েছে, সেখানে তোফায়েল আহমেদের মত জ্ঞানপাপীরা কিভাবে বলে- ''সরকার জনগণের ভোটে নির্বাচিত''!
দেশের সকলে জানে অসংখ্য অনিয়মের মধ্যে ৫ই জানুয়ারী প্রহসনের নির্বাচন হয়েছে। উক্ত প্রহসনের নির্বাচনে প্রায় ৬০০ কোটি টাকা নষ্ট করা হয়েছে ! খুব জানতে ইচ্ছা করে উক্ত টাকা কি লীগের দলীয় ফান্ডের টাকা নাকি দেশের জনগনের টাকা ? সচেতন দেসবাসী সকলেই প্রস্তাব করেছিল, ১৫৩টারে যেভাবে পাশ করিয়ে নেওয়া হয়েছিল, বাকিগুলারেও যেনো সে ভাবেই পাশ করিয়ে নেওয়া হয়। তাহলে দেশের অর্থ সম্পদ রক্ষা পেত।
হাম্বালীগের কাছে অনুরোধ ৫ই জানুয়ারীর প্রহসনের নির্বাচন হালাল করার ব্যর্থ চেষ্টা করবেন না এবং চাপাবাজি করবেন না। যদি ক্ষমতা চিরষ্থায়ী করতে মন চায় ঘোষনা দিয়ে রাজতন্ত্র কায়েম করুন, তাহলে মিশন ২০৪১ কেনো, কেয়ামত পর্যন্ত আপনারা ক্ষমতায় থাকতে পারবেন। প্রহসনের নির্বাচনের নামে দেশের অর্থ সম্পদ নষ্ট করতে হবে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



