ভাই জুতা জোড়া কত?
--৪০০টাকা
- একটু কমান যায় না?
- না, কমান যাইবো না।
-আর যদি একসাথে ১০ জোড়া নিই?
--তাহলে ২০০টাকা কম দিয়েন।
-তাহলে তো ১ জোড়ায় ২০ টাকা কম।
--আচ্ছা, দিয়েন।
আর যদি কালো জোড়া নিই ?
--যান, আরো ১০ টাকা কম দিয়েন ।
-তুমি কি মনে করেছ জুতা জোড়া আমার জন্য ? মাসুম বাচ্ছা বায়না ধরেছে মখাকে জুতা মারবে. তোমার ভাতিজা।
--(কাঁদো কাঁদো স্বরে) যানগা, আরো ১০টাকা কম দিয়েন।
-আর যদি জুতা একটা নিই, তাহলে কি দাম অর্ধেক হবে?
--ভাই ঐ জুতা জোড়া বাদ দেন,এই ছেড়া জুতা নিয়ে যান, মখারে পিডাইলে কোন টাকা লাগবো না !
ফেবু থেকে সংগ্রেহিত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



