তোমরা অনুকরনীয় হয়ে রইলে প্রিয় দেবদূতেরা! যুগ যুগ ধরে প্রচলিত ধারায় জোঁকের মত সেঁটে থাকা অন্যায় আর অনিয়মের বিরুদ্ধে এতগুলো দিন যেভাবে তোমরা লড়ে গেছো, 'বড়'দের নাড়িয়ে দিয়ে অনায়াস নিয়মের যে শিক্ষা তোমরা রেখে দিলে তা সমগ্র বাংলাদেরশের জন্যে অমূল্য উদাহরণ। এই উদাহরণটি অনূসরণ করে নিশ্চয়ই 'বড়'দের বড় কোন পদক্ষেপ নেবার পথ তোমরা তৈরী করে দিয়েছো। এই দীর্ঘ একটি সপ্তাহে তোমরা নিজেরাও অনেক শিখেছো বৈ কী! ন্যায়ের বিরুদ্ধে অন্যায়ভাবে প্রতিরোধ, হীনতা, পাশবিক আচরণ, অপশক্তির তান্ডব, ক্ষয়, নির্লজ্জতা এমন আরও অনেক কিছুর রূপ দেখেছো তোমরা! নিশ্চয়ই শিখে গেছো যে মানুষকে দানবের সাথে যুঝতেই হবে এবং তা কোনভাবেই দানব হয়ে নয়। মনে রেখো, মেধার শক্তি, সৌন্দর্য্য এবং আত্নমর্যাদার কাছে জগতের যাবতীয় দানবের পরাজয় অনির্বার্য। সময় কথা বলে। ইতিহাসের মৃত্যু নেই।
বাচ্চারা, তোমরা হেরে যাওনি। তোমাদের জয় হয়েছে, তোমরা জয়ী হবে ভবিষ্যতেও। তোমাদের অর্জনটুকুর চেয়ে তোমাদের অবদান অনেক বড়। শুধু কৃতজ্ঞতাই নয়, আমরা বিশ্বাস করি এবং শতভাগ আস্থা রাখি যে তোমাদের সততা, মেধা এবং অদম্য দেশপ্রেম সুস্থ ও ন্যায্য পরিবর্তন আনতে বাধ্য। এখন সময়, নিজেদের মনোবল ধরে রেখে মাথা উঁচু করে সামনের দিকে তাকানো। পড়াশোনায় মন দিয়ে নিজেকে যোগ্যতর জায়গায় অধিষ্ঠিত করা। আর খুব বেশী দিনতো বাকী নেই; তোমরা শিক্ষায়, মেধা-মননে, জ্ঞানে, ভালবাসায় আমাদের আকাশ জুড়ে তারার মেলা হবে। তোমাদের তেজস্বীতার সৌন্দর্য্যে সকল অন্যায়-আবর্জনা দূর হবে নিশ্চিত। তোমরা নিজেকে চিনতে পেরেছো। এবার যাবতীয় সুস্থতায়, ভালবাসায় এবং মঙ্গলময়তায় নিজের যোগ্যতাকে উচ্চতা দিতে পড়াশনায় মন দাও এবং অবশ্যই সবরকম নোংরা রাজনীতির হাতছানি থেকে নিজেকে যোজন যোজন দূরে সরিয়ে রাখো। তোমরাই পারবে স্বর্ণময় ইতিহাস গড়তে আর তোমাদেরই মানুষ মনে রাখবে এই বিশ্বটাজুড়ে। তোমাদের জন্যে অশেষ ভালবাসা।