ঠিক এইখানটায় আইসাই -
জীবনানন্দ ট্রামের নিচে পড়সিলো, কিংবা আত্মহত্যা করসিলো।
ঠিক এইখানটায় সিদ্ধার্থ হইসিলো চন্দ্রাহত।
এইখানটাতেই। আমি যেইখানটায়-
হতাশা লাগেনা। অসফলতা লাগেনা।
আমি এখন যেইখানটায়, সেইখানটায় থাকলেই আত্মহত্যা জায়েজ হইয়া যায়।
দেখতে পাই পরিষ্কার - প্রতিটা পার করা দিন, ভালোতর।
দেখতে পাই পরিষ্কার - প্রতিতা না-আসা দিনের প্রতি কোনো কাম নাই, ক্ষুদা নাই, লোভ নাই।
দেখতে পাই পরিষ্কার - ঘড়ির কাটাঁর প্রতি আমার জঘন্য আক্রোশ!
তখন আর পাপ থাকেনা আত্মহত্যায়।
যা করি, যা কিছুতে আনন্দ আমার, তা তো কৈশোরের মৈথুনের সমান পবিত্রও না, তাইলে?
কিসের মাতামাতি ?
মেঘ-ভরা ভন্ডামি খালি,
কোন নদী পার হইতে চাইতেসি?
কোন বৃষ্টি ঝরাইতে চাইতেসি, শেষ ঘুমে ঘুমাইতে যাওয়ার আগে?
অপুষ্টিতে ভুগা ইম্যাচিউরড ছ্যাবলার মত এইখানে - এইখানটায়, যেইখানটায় -
আমাকে কেউ বুঝেনা আর।
আমাকে আমিই বুঝিনা তাই।
কোনোভাবে আমাকে আমার ক্যাফেটেরিয়া ফিরায়া দাও।
আগুন-জীবন ফিরায়া দাও।
লাগলে দাসত্ব করবো শয়তানের। বিকায়া দিবো বেহেস্ত।
চুমিবো আদিম অনল।
আপাতত চাওয়ার নাই আর কিছু,
খালি -
এইখানটায়,
আমার অথবা আমার সিগারেটের মাথায়,-
"কাম অন বেবী, লাইট মাই ফায়ার..."
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১০ রাত ১১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




