দুঃস্বপ্নের মাঝে সান্ত্বনার বাণী খোঁজে
আত্মতৃপ্তিতে ভরা মানুষের হৃদয়
শীতের কুয়াশাচ্ছন্ন শুভ্র আকাশে
দূর দেশ থেকে ভেসে আসা
এক ঝাঁক অতিথি পাখি দেখে
পুলকিত হয় তাদের অন্তরাত্মা।
কষ্টের সমুদ্র সাঁতরে পার হয়ে
শত বাধা বিপত্তি জয় করে
বৈচিত্র্যময় এই স্বপ্নিল পৃথিবীতেই
তারা খুঁজে নেয় স্বর্গসুখ।
ভবিষ্যতের কথা ভেবে বর্তমানকে
বিসর্জন দেবার পক্ষে তারা কখনও থাকেন না।
মৃন্ময়ী ধরার বুকে যখন অন্ধকার নেমে আসে
নিস্তব্ধ চাঁদহীন রাতে গাঢ় অন্ধকারে
সুখ খুঁজে পায় জোনাকীর আলোতে।
নিজের হৃদয় পিঞ্জিরার অভ্যন্তরে সুকৌশলে
দুঃখ নামক সুখ পাখিটা লুকিয়ে রেখে
সুখের উৎসবে মেতে উঠে।
অকাতরে সুখের আলোয় আলোকিত করে
আশপাশের মানুষগুলোকে
অথচ ... ... ... ...
অথচ ... ...আলোর নিচেই অন্ধকার।
(জোবায়ের আহমেদ নবীন)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




