ডিএসইসি নির্বাচন-২০১২ এর চূড়ান্ত প্রার্থী তালিকা
বিভিন্ন পদে দাখিলকৃত মোট ৩১ টি মনোনয়ন পত্রের সবগুলোই বাছাই করে বৈধ ঘোষণা করা হয়েছে। কোন প্রার্থীই মনোনয়পত্র প্রত্যাহার করেননি। নিচে চূড়ান্ত প্রার্থী তালিকা দেয়া হল। সভাপতি: আবদুস সালাম হাওলাদার, এনায়েত ফেরদৌস। সহ-সভাপতি: নোমান সালমান, মো. আবদুল অদুদ। সাধারণ সম্পাদক: একেএম সাখাওয়াত হোসেন, মো. শাহজাহান মিঞা। যুগ্ম সাধারণ সম্পাদক: তানজিমুল নয়ন, সায়ীদ আবদুল মালিক, সুরাইয়া ইয়াসমিন অনু। কোষাধ্যক্ষ: জোবায়ের আহমেদ নবীন (বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত)। সাংগঠনিক সম্পাদক: মো. মেহেদী হাসান, সানজিদা সুলতানা। প্রচার ও প্রকাশনা সম্পাদক: খন্দকার নাজনীন সুলতানা (বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত)। দফতর সম্পাদক: এটিএম আতিকুর রহমান (বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত)। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: একরামুল ইসলাম বিপ্লব (বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত)। প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক: মাসুদ রুমী (বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত)। কার্যনির্বাহী সদস্য: আলী শাহনেওয়াজ টিটো, ইদ্রিস মাদ্রাজি, এনামুল হক, এম এ মান্নান মিয়া, নজরুল ইসলাম বশির, নাসিরুদ্দিন বুলবুল, নিগার সুলতানা তানিয়া, মো. অমিতাভ রহমান, মো. আফজাল হোসেন, মো. ফখরুদ্দীন মুন্না, মো. রবিউল আউয়াল হোসেন, মুক্তাদির অনিক, শাম হোসেন (শামীম হোসেন), শাহ মতিন টিপু, শায়খুল হাসান মুকুল।
আবু তাহের
প্রধান নির্বাচন কমিশনার

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




