কিছু দিন আগে আমার বন্ধু এসেছিল আমার কাছে বেড়াতে।অনেক দিন পরে-ই ও এল বেড়াতে, সেজন্য যেকটা দিন ও আমার কাছে ছিল সারাটা দিন-ই ওর সাথে কাটিয়েছি। রিক্সায় ঘুরেছি, আমাদের প্রিয় একটা হোটেলে খেয়েছি, আর মজার মজার গল্প করেছি।এসবের মধ্যেই ও হঠাৎ করে একটা মজার কাহিনী শুনালো। কাহিনী টা হল---------
সে একটা সিগারেটের দোকানের সামনে যেয়ে রিক্সা দাড় করালো। রিক্সা থেকে নেমে সে(বন্ধু) দোকানদার -কে বলল এক প্যাকেট বেনসন লাইট দিন-তো ভাই। দোকানদার অন্যকাজে ব্যাস্ত থাকায় তার কথায় খুব একটা
গুরুত্ব দিল না। আমার বন্ধুটি দোকনদারের এহেন ব্যাবহারে তোয়াক্কা না করে দোকানের সকল পন্যের উপর একবার চোখ বুলিয়ে নিল। কিন্তু দোকানের পন্য দেখে বন্ধুটি অবাক হয়ে গেল ।কারন ঐ সিগারেটের দোকানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে প্রসাধনী সামগ্রীয়ও রয়েছে। দোকানদার তার হাতের কাজ শেষ করে ওকে (বন্ধু) জিজ্ঞাসা
করল কি দেব ভাইজান?আমার বন্ধুটি আবার বলল এক প্যাকেট বেনসন লাইট দিন। এবার দোকানদার তার বসবার স্থান থেকে উঠে পাশের একটা তাকের উপর যেখানে,বাল্ব রাখা রয়েছে সেখানে দাড়িয়ে আবারও
জিজ্ঞাসা করল কি লাইট দিব ভাইজান?আমার বন্ধুটি এবার বিরক্তির সুরে
সিগারেট খায়নি । কারন সিগারেটের কথা মনে পড়তেই শুধু হেসেছে।
এই ঘটনাটা ও আমাকে যখন বলল তখন আমি যে কি পরিমান হেসে ছিলাম তা আপনাদের বলে বোঝাতে পারব-না। তবে ঐ সময় আমাদের হাসি দেখে ,পাশে যারা ছিল তারাও কেউ কেউ অবাক হয়ে গিয়েছিল ।
আবার কেউ কেউ কোন কিছু না বুঝে আমাদের সাথেই হেসেছে।
ঐ ঘটনা শোনার পর মুহুর্ত থেকে আমি যখনই কোন সিগারেটের
হাঃ
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০০৮ দুপুর ১২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




