তোমাকে দেখে দেখে, বুকের ভেতর স্বপ্ন জাগে
তোমার নখের আচর বুকের উপর কেমন যেনো আলপণা হয়
তোমার ঠোঁটের রেখা প্রজাপতি উড়তে থাকে বুকের উপর
তোমার শাড়ীর ভাজে লুকিয়ে থাকা
মায়াগুলো আমায় খুঁজে
তোমায় দেখে স্বপ্ন জাগে
উদাস দুপুর , জলের উপর কাচ পোঁকারো খেলা করে।
তোমায় দেখে; পায়ড়া উঁড়ে স্বপ্ন হয়ে।
বৈশাখী ঝড় বৈশাখী ঝড়, চোখের উপর মাথার ঊপর; তোমায় দেখে
স্বপ্ন জাগে স্বপ্ন জাগে
সকাল-দূপুর-অস্তরাগে
তোমায় দেখে
ইচ্ছেগুলো সাঁতার কাটে দীঁঘির জলে,মৃদু আলো ছড়িয়ে আছে তোমার কোলে; আমার ভেতর স্বপ্ন দোলে।
একটি দুটি তাঁরা খসা এদিক ওদিক
আলুথালু ভাবনা আমার তোমার পথিক
তোমার দিকে এগিয়ে চলে
তোমায় দেখে স্বপ্ন দোলে বুকের ভেতর; স্বপ্ন দোলে------
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০০৮ ভোর ৫:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




