(দেশকে ভালবাসেন যারা শুধুমাত্র তাদের জন্য।)
"যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু নির্মাণের বিষয়ে এ মাসের মধ্যেই সবকিছু চূড়ান্ত হয়ে যাবে। তিনি বলেন, সরকারের বাকি মেয়াদে পদ্মা সেতু নির্মাণকাজ শুরু করার বিকল্প কিছু নেই। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এ সেতুর নির্মাণকাজ শুরু করতে যাচ্ছে সরকার। খবর বাসসের।"
আমাদের সার্মথ নাই প্রতি বছর একটা করে পদ্মা সেতু বানাব। একটা পদ্মা সেতু ২০০/৩০০ বছরের জন্য তৈরী হবে, ১০/১৫ বছরের জন্য নয়। এটা কারো দলের একার নয়, গোটা জাতীর একটা সম্পদ হবে্ যার সুফল ভোগ করবে গোটা জাতী সহ ভবিষ্যত প্রজন্ম। নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য গোটাজাতী তথা ভবিষ্যত প্রজন্মকে হুমকির মুখে ফেলবেন না প্লিজ। তাড়াহুড়া করা শয়তানের কাজ, পদ্মা সেতু ৪/৫ বছর পর হলেও আমাদের কোন ক্ষতি নাই। কিন্তু নকশা চেন্জ করে, জনগনের উপর ঋণের বোঝা চাপিয়ে , নিন্মমানের পদ্মা সেতু আমরা চাই না। সকল দলের এবং জনগনের জনমত ছাড়া একতরফা ভাবে কিছু না করাই উত্তম। শাহ্বাগ প্রজন্ম চত্তর আজ প্রমান করে দিয়েছে নতুন পজন্ম প্রতারনা বরদাস্ত করেনা।আমাদের সার্মথ নাই প্রতি বছর একটা করে পদ্মা সেতু বানাব। একটা পদ্মা সেতু ২০০/৩০০ বছরের জন্য তৈরী হবে, ১০/১৫ বছরের চন্য নয়। এটা কারো দলের একার নয়, গোটা জাতীর একটা সম্পদ হবে্ যার সুফল ভোগ করবে গোটা জাতী সহ ভবিষ্যত প্রজন্ম। নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য গোটাজাতী তথা ভবিষ্যত প্রজন্মকে হুমকির মুখে ফেলবেন না প্লিজ। তাড়াহুড়া করা শয়তানের কাজ, পদ্মা সেতু ৪/৫ বছর পর হলেও আমাদের কোন ক্ষতি নাই। কিন্তু নকশা চেন্জ করে, জনগনের উপর ঋণের বোঝা চাপিয়ে , নিন্মমানের পদ্মা সেতু আমরা চাই না। সকল দলের এবং জনগনের জনমত ছাড়া একতরফা ভাবে কিছু না করাই উত্তম। শাহ্বাগ প্রজন্ম চত্তর আজ প্রমান করে দিয়েছে নতুন পজন্ম প্রতারনা বরদাস্ত করেনা। সুতরাং জনগনের সাথে প্রতারনা করবেন না প্লীজ্...
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



