একদিন বৃক্ষ হতে চেয়েছিলাম।
ইচ্ছে ছিলো-
আমার ভালোবাসার শেকড় প্রোথিত হবে মৃত্তিকা নাভীমূলে,
ছুঁয়ে যাবো সমস্ত অস্তিত্ব-তর্জন একান্ত অন্ধকারের নিমর্জনে।
ঠিক কোন প্রাগৈতিহাসিক স্মৃতিচিহ্নের মতো আগলে রাখবো
পরম মমতায় অনন্তকাল।
ইচ্ছে ছিলো-
বীরদর্পে মাথা উচুঁ করে দাঁড়িয়ে বিসতৃত করবো হৃদয়ের বিশ্বাস,
ক্রমশ: প্রলম্বিত হবে শ্যামল কায়া জাগতিক আলিঙ্গনে। আর-
সোনালি রোদ্দুরে কিংবা রূপোলি চাঁদোয়ায় বাতাসে বাতাসে
বাজাবো মিলনের বাঁশি।
ইচ্ছে ছিলো-
ফাগুনের আগুন জ্বালিয়ে বুকে আদিম সখ্যতার উষ্ণ আবেশে
মাতাল হবো কোন এক নিদাঘকালে। জন্মাবধি আমার অব্যক্ত
হাহাকার পূর্ণতার বিউগলে মায়াবী সুর তুলবে এই নবীনা বসন্তে।
না, বৃক্ষ হতে পারিনি।
তাই কেবল মৃতু্য হয়ে ঘুমাই তোমার বুকের পরে'।
তুমি কি আমার অস্তিত্ব টের পাও না?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


