হর-হামেশা আসতে পারি- তোমার কাছে।
একটি দুপুর স্বপ্ননীলে
মেঘের ভেলায় ভাসতে পারি- মনের মাঝে।
একটু খানি অভয় দিলে
দু'হাত দিয়ে টানতে পারি বুকের খাঁজে।
একটি ফুলের সুবাস নিতে
মুখখানি তাই ঢাকতে পারি চুলের ভাঁজে।
একটি বিকেল সন্ধ্যা হলে
অন্য কিছুও চাইতে পারি- ঈষৎ লাজে।
একটু বেশি মাতাল হয়ে
হয়ত দু'জন নাইতে পারি- দেহের আঁচে।
হর-হামেশা আসতে পারি- তোমার কাছে।
অন্যরকম কষ্ট নিয়েই
তোমায় ভালো বাসতে পারি- সকাল সাঁজে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



