যদি আমি পথভুলে যাই অন্য কোনও পথে
তুমি কি সেদিন থাকবে না ,বন্ধু আমার সাথে?
আমি কি আর আসবো না ফিরে হিজলের বনে
হাজারও কাজের ফাঁকে আমায় পড়বে তোমার মনে?
তোমার হাতের ঘড়িটা কিংবা চোখের কপালে চোখ
সব দেখে একদিন তোমার মনে জাগবে হয়ত শোক!
নারকেল পাতা আর শলাকা দিয়ে গড়া
খেলনার সাথী আমি হৃদয় কি দিচ্ছে নাড়া?
মারামারি, ধুলোর বাড়ি, বালির প্রাসাদ গড়ে
দাওয়াত করে আনতে সখি ভালোবাসার ঘরে।
ঘরটা এখন শূন্য খাঁখা, রোদ্দুরও নেই চালে
বন্ধুরা সব ব্যস্ত এখন, জীবনের মগডালে।
আমায় কি আর রাখবে মনে? সেই আশাটি আছে
আমিওতো উঠছি কেবল উঁচু একটা গাছে।
.............................
.......................................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




