রমজান মাসটা অনেক আগে থেকেই আমার বেশ পছন্দের মাস। কলেজ জীবনে এই সময়ে ধুমসে আড্ডা দিতাম সারা দিন, দুপুরে খাওয়া-দাওয়ার কোন চিন্তা নাই। খালি আড্ডা আর আড্ডা। মাঝে মাঝে মার্কেটে মার্কেটে ঢু মারতাম। স্যারের বাসায় কোনদিন পড়া থাকলে তো আরো মজা হতো। পড়া শেষে সেখানেই একটা আড্ডা হয়ে যেত। অনেক সময় বন্ধুরা আমার বাসায় এসে একসাথে গ্রুপ স্টাডি করত। জোহর - আসর নামাজে সময় হলো সবাই মসজিদে চলে যেতাম। আবার তারাবি নামাজের পর আড্ডা দিতাম। রমজান মাসের যে কোন এক দিন বন্ধুরা মিলে ইফতার পার্টি দিতাম। হায়রে ! কই গেল সেই দিন ??
চাকুরীতে জয়েন করার পর আমার রমজানের চিত্র পাল্টে গেছে। গত বছর প্রায় সময়ই রাস্তায় মাগরিবের আযান দিয়ে দিতো, তখন পানি কিনে ইফতারি করেছি। আবার এমনও হতো আযানের 15/20 পর বাসায় যেয়ে ইফতার করতে হয়েছে। আর এই বছর এখন পর্যন্ত একদিন অফিসে ইফতারি করতে হয়েছে। এমন সময় কাজ শেষ হয়েছে যে বাসা রওনা দেওয়ার সময় ছিল না। মন-মেজাজ খারাপ করে অফিসে আজাইরা বসে আছি বিকাল 5টা থেকে, ব্লগের দুইজনের সাথে চ্যাট করলাম কিছুক্ষন আর আরেক জনের কাছে ফোন করলাম সময় কাটানোর জন্য।
[গাঢ়] উৎসর্গ ঃ- [/গাঢ়] 'শাওন' আমার আরেক পছন্দের ব্লগার। আমাকে এতো দিন ভাইয়া ডাকতো এখন [গাঢ়] মামা [/গাঢ়] ডাকে
। নয়া ভাইগনার শুভ কামনায়।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




