[গাঢ়] ঘটনা ঃ 01 [/গাঢ়]
আমাদের রহমান স্যার মোবাইল ব্যবহার করেন না, কারন ওনার মোবাইল ইউজ করার সময় খালি ভেজাল লাইগা যায়। একবার 15/20 দিনের জন্য ব্যবহার করছিল তখন প্রতিদিনই সেটে নতুন নতুন সমস্যা করে অফিসে নিয়ে আসতো সমাধান করার জন্য। তবে মোবাইল কোম্পানীর সব খবরা-খবর সে রাখে। এই তো সেদিন, একটেল নম্বরে 1 যোগ করতে হবে শুনে সে তো চিন্তায় পরে গেলো, বলে এখন কি 018 এর পর 1 যোগ করে 019 করতে হবে ?
[গাঢ়] ঘটনা ঃ 02 [/গাঢ়]
শুক্রবার, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। মোটকা মাসুম ওর মোবাইল ফোনটা সাফি'র দিকে বাড়িয়ে বলল :
- মোবাইলটা নে তো !
- কেন, কি হইছে ?
- আজাইরা বইয়া আসোছ ... একটেল নম্বর গুলাতে 1 যোগ কইরা দে !
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



