ব্লগ চিনলাম 11 মাস হলো। প্রচন্ড ব্যস্ততার মাঝে হালকা রিফ্রেশমেন্ট এর একটা সুযোগ পেয়ে গেলাম। ছোট-বড় অনেকের সাথেই বন্ধুত্ব হলো, খুবই মজার অবসর সময় কাটতে লাগলো। মাঝে মাঝে বিভিন্ন ব্লগ সাইটে ঘুরাঘুরি করলাম কিন্তু আমাদের সামহোয়্যার-ইন-ব্লগ এর মত মজা আর কোথাও খুজে পেলাম না। ব্লগের মানুষদের আন্তরিকতা'র কারনেই হয়তো সামহোয়্যার-ইন এ আমি স্বাচ্ছন্দ বোধ করি। ব্লগে মাঝে মাঝে নোংরামি, কাঁদা ছোড়া-ছুড়ি, গ্রুপিং হয় এটা ভালো লাগে না। মনে হয় বিকল্প কোন বাংলা ব্লগ খুজে পেলে সেখানে চলে যাবো। আবার মনে হয় পুরানো ব্লগ ছেড়ে চলে যাবো ? চলে যাওয়া এতো সোজা ?
[হুমায়ুন আহমেদ'এর কোন এক বইয়ে কার যেন লেখা কবিতার কয়েকটা লাইন মনে আসলো, ছোট-খাটো ভুল থাকতে পারে, ছেড়ে দিলাম ]
হয়তো সহজ কাছে আসা, তাই কাছে আসি
হয়তো সহজ ভালোবাসা, তাই ভালোবাসি
যখন সহজে কিছু পাই, ভাবি হায়
এতো সহজ ছিল কি পাওয়া?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



