অজানা কিংবা অদেখা,
অদূরে কিংবা দূরে,
বেসুরে কিংবা সুরে,
অবচেতনে কিংবা অজান্তে.।.
অচেনাতে বাস, অচেনাতে ফেলি মোরা শাস.।.।
অবিশাসে কিংবা বিশাসে,
দুর আলোকে ছুতে চাওয়া,
দুর তবু দূরে থাকে,
অবচেতনে কাছে আসে,
চেতনাতে হয় আমার ফেরা,
ফিরে আসা হয় চেনা আমার,
ফেলে আসা হয় অচেনা যা কিছু তুমার,
অপরিচত কোন এক তুমি
জানতে চাও কে আমি,
অপরিচিত আমার আমি,
ফিরে পাই খুব চেনা আমায়,
খনিক অচেনা সময়ের পর,
খনিক তুমার স্রিতির ঝড়ের পর,
চেনা কিংবা অচেনা,
জানা কিংবা অজানা,
আমার পথে আমারই হয় নিত্ত হাটা,
একা কিংবা সংগে করে চেনা ছায়া..।.।.।.।।
*** ডেইজি****
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




