তুমি ভাব জীবনটা এক মস্ত সন্ধি,
স্বাক্ষর করে হবে তাতে অনুবন্ধি
যদি ভাব সমীকরণটা তুমিই বোঝ
ভুলের মাএা বাড়বে শুধুই কমবে নাতো।
তুমি কি ভাব ভুলবে আমায় না দেখলেই?
প্রতি রাতে আসব তোমার চোখের কোলে।
তুমি কি ভাব আমা্য় ছেড়ে থাকবে তুমি?
তোমার হৃদয় খুজেঁ দেখ ,শুধুই আমি।
তুমি কি ভাব আমায় ছাড়া জীবন যাবে?
আমার জীবন সেখানটাতেই পথ ফুরাবে।
জীবনটাতো নয়গো কোনো চুক্তিপএ
ভালোবাসার মুল্য যেথা নামমা্এ
চুক্তি করে জীবন তুমি সাজাতে চাও
বৃথাই তোমার চেষ্টা সবই বুঝতে কি পাও
আমি তোমার পাশে আছি পাশেই রব
চাইব আমার হাতটি তুমি ধরেই রাখো
তোমায় ছাড়া খুব অসহা্য় একলা লাগে
আর কাউকে বলিনিতো এমনি আগে
ভরসা পাই যদি বল পাশেই রবে
তোমার ছোট্ট পাখিটি ছেড়ে কোথায় যাবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




