
ভন্ড সাধু এই জগতে কম দেখিনাই
টাকার লোভে বিক্রি হতে খুবই পারে,
ভালো মানুষ পাবো আমি কোন অজানায়
বদলাবে কে ঘোর হতে এই পৃথিবীরে?
মুখে কথা কাজে যদি নাহি ফুটে
মন্দ লোকে বসে যদি গদির উপর,
শান্তি তবে এই কপালে নাহি জুটে
আঁধার ঘুচতে লেগে যাবে হাজার বছর।
নীতিবিহীন নেতার পিছে দিন করি পার
আল্লাহ পাকের নেয়ামতের না শোকরে,
ভাগ্য ভালো নাহি হবে বদলাবে আর
জীবনটাকে ঠেলে দিচ্ছি অন্ধকারে।
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



