আবু হেনা মোহাম্মদ আশরাফুল ইসলাম ভাই আর নেই, খবরটা অনেকের মতো আমাকেও শোকাহত করেছে। ২ এপ্রিল ২০২১ (শুক্রবার) রাত সাড়ে আটটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আত্মার শান্তি কামনা করি।
হেনা ভাইএর সাথে আমার সখ্যতা গড়ে ওঠেছিল বেশ ক'বছর আগে। সামুতে নিয়মিত তাঁর লেখা পড়তাম, আমার বরাবরই ভাল লাগতো, পড়ে মন্তব্য করতাম। "স্বপ্ন বাসর" নামে আত্মজীবনীমূলক একটি উপন্যাস লিখেছিলেন হেনা ভাই, যার একটি কপি সৌভাগ্যক্রমে উপহার হিসেবে আমি পেয়েছিলাম। পড়তে পড়তে একাত্ম হয়ে গিয়েছিলাম লেখার সাথে। উপন্যাসটি পড়ে ফোন করে হেনা ভাইকে তাৎক্ষণিক প্রতিক্রিয়াও জানিয়েছিলাম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পরম ভক্ত ছিলেন তিনি। উপন্যাসের প্রতিটি অনুচ্ছেদে কবিগুরুর কবিতার অমিয় পঙতি ব্যবহার করেছেন। এ ব্যাপারে অবশ্য ভুমিকায় উল্লেখ করেছেন। সামুতে এই উপন্যাসটি রিভিউ লিখবো বলেছিলাম। কিন্তু সময়-সুযোগের অভাবে সেটি আর হয়ে ওঠেনি। প্রিয় হেনা ভাইয়ের সাথে দেখা করবো, তাঁর মাতৃতূল্য বড় চাচিমার কবর দেখতে যাবো, শৈশবের স্মৃতিমাখা রাজশাহীর প্রত্যন্ত মধুপুর গ্রামের আলপথে হাঁটবো হেনা ভাইয়ের সাথে, এমনই কথা ছিল। কিছুই হলো না। এ আক্ষেপ আমার সারা জীবন থাকবে।
হেনা ভাইয়ের সাথে কখনো দেখা হয়নি আমার। তিনি ছিলেন আমার অত্যন্ত ঘনিষ্ঠ এবং শুভাকাঙ্খী। ফোনে বেশ কয়েকবার দীর্ঘ সময় নিয়ে কথা হয়েছিল। স্নেহময় কোমল কণ্ঠস্বরটি আর কখনো শুনতে পাবো না। স্মৃতির কোঠায় সুহৃদ হেনা ভাই শ্রদ্ধার আসনে থাকবে আজীবন।