হায় সামু, একি পঙ্কিল সলীল তব!
একদা এক ওয়াজ শুনেছিলাম। হুজুর খেঁকিয়ে বলছিলেন, "আমার শরীরের রক্ত, মূর্তি ভাঙ্গার রক্ত।" সেকি উৎকট উন্মাদনায় উন্মত্ত হুজুর! পুরো মাহফিলে সেই উন্মাদনার ঢেউ যেন আছড়ে পড়ছে। যতোটা হুজুর বলছেন, ভাব-ভঙ্গিমা আরো চড়া।
ইসলামকে বলা হয় শান্তির ধর্ম, সম্প্রীতির ধর্ম। অথচ এই কাঠ মোল্লা হুজুর একে টেনে কোথায় নামিয়ে... বাকিটুকু পড়ুন