বন্ধুরা সবাই মিলে একটি বিশেষ দিনে ঘুরতে বেরিয়েছিলাম। কিছু বড় ভাইও ছিলো আমাদের সাথে। ভ্যানগাড়িতে করে গ্রামের দিকে আরেক বন্ধুর বাড়িতে যাবো। কেন কোন ভ্যানে উঠবে তাই নিয়ে একটা দর কষাকষি চলছে। প্রথম থেকেই এক বড় ভাই আমাকে দেখছিল। আমি অবশ্য তার বিষয়টি বুঝতে পেরে এড়িয়ে চলছিলাম। হুট করে দেখি ঐ ভাইয়াটা আমাদের ভ্যানে উঠলো। আমি বললাম: এ ভ্যানে আমি যাবো না। নামতে গিয়ে আমার আরেক বান্ধবি নামতে দিলো না। সবাই খুব মজা করছিল শুধু ঐ ভাইয়া আর আমি চুপ করেছিলাম। ভাইয়াটা আমাকে জিজ্ঞেস করলো, তোমার নাম কি? আমি নাম বলে আবার চুপ করে থাকলাম। আবার জিজ্ঞেস করলো: কোথায় পড়াশুনা করো তুমি? এবার সময় নিয়ে বললাম : আমি পড়াশুনা করি না। সে মনে হয় এবার লায় পেয়ে গেলো। বক বক করতেই থাকলো সে..... আমার ভীষন বিরক্ত লাগছিলো। এবার সে আমার ফোন নাম্বার চাইলে আমি একটু রেগে উত্তর দেই, আপনাকে কেন আমার নাম্বার দিবো? কিছুটা অপমানিত বোধ হওয়ায় তিনি এবার চুপ রইলেন। আমার কেনজানি একটু খারাপ লাগছিলো, মনে হয় একটু বেশি রাফ বিহেপ করে ফেলেছি। পরে আবার বললাম ভাইয়া কিছু মনে করবেন না, আমি এমনই।
বান্ধবির বাসায় গেলাম, ওখানে খাওয়া দাওয়া শেষে ঘুরতে বের হলাম। ভাইয়াটা সেই থেকে যে পিছু নিয়েছে যেন আইকা আটা, ছাড়তেই চায় না। আমি ইতিপূর্বে আমার সকল বান্ধবিদের বলে দিয়েছে আমার সেল নাম্বার যেন কারো হাতে না যায়। তিনি আবার আমাকে জিজ্ঞেস করলেন: নাম্বারটা যদি দিতে তাহলে উপকৃত হতাম। আমি বললাম, ভাইয়া আপনি কি আমাকে পছন্দ করেছেন, আমার সাথে প্রেম করবেন ? শেষে লজ্জা পেয়ে তিনি আমার পিছু নেয়া ছেড়ে দেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




