যদি পারো আমাকে ক্ষমা করো
আমি পারিনি তোমার হাতে বুনে দিতে একটি সফেদ জলপাই গাছ
পারিনি তোমার আঙ্গিনায় রোপন করতে একটি ফলজ বৃক্ষ-
যা তোমাকে খাদ্যের দূরভাবোনা থেকে রেহাই দিতে পারে
এই সাম্রাজ্যবাদি সভ্যতায়। অথচ
হে আগত,তুমি যখন মাতৃভ্রুনে তখন আমি নিপোতিত তৃতীয় বিশ্বের এক তৃতীয় চক্রান্তে। আমার ঘরে অভাবের জ্বলন্ত শিখা দাউ দাউ!
যদি পারো আমাকে ক্ষমা করো
অভিশার নেশায় বুদ এক যুবক তখন কেবল মিশেছে বৈপরিতে
শরীর খুঁজেছে শরীর-আমি দিয়েছি মতামত
হয়নি ভাবা একবারও তোমার কথা!
ভাবা হয়নি তৃতীয় যুব্ধগামী বিবেক-পঙ্গু ভ্রম্যান্ডের সুতিক্ষ্ণ ভ্রমের কথা
অলিক মোহে ডেকেছি তোমায়-
ভাবিনি কোথায় ডাকছি!
যদি পারো আমাকে ক্ষমা করো
আগাম যে ভোর রেখে যাই সে নয় মখমল
ছেঁড়া ছেঁড়া পাতার কুন্ডলি, ঝিঝিপোকার আতশবাজি
আর বেহুলার লোহার গারদ;
তোমার জানালার শিক গলে নিরগত হবে বিবেক পচা মানুষের
পচা পচা বিষ্ঠা।
যদি পারো আমাকে ক্ষমা করো
অলিক মোহে ডেকেছি তোমায়
ভাবিনি কোথায় ডাকছি!
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১২ দুপুর ১:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




