সারা বিশ্বে পাকিস্তানি ক্রিকেট তারকা শহীদ আফ্রিদির যেমন ভক্তের অভাব নেই, তেমনি বলিউড তারকা শাহরুখ খানেরও অগণিত ভক্ত রয়েছে। কিন্তু শহীদ আফ্রিদি যে বলিউড অভিনেতা শাহরুখ খানের অন্ধ ভক্ত, সেটা হয়তো অনেকেই জানেন না। আর এই অজানা কথাটাই সবাইকে জানানোর কাজটা করেছেন শহীদ আফ্রিদিরই ছোট ভাই জাভেদ আফ্রিদি। টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেছে, গত বুধবার যখন পাকিস্তান-ভারত সেমিফাইনাল খেলা চলছিল, ঠিক তখনই আফ্রিদির শাহরুখ প্রেমের কথা একটি রেডিওতে ফাঁস করে দেন পাকিস্তানি অধিনায়কের ছোট ভাই।
মাঠে দুই দল যখন ফাইনালে যাওয়ার যুদ্ধে অবতীর্ণ, তখনই জাভেদ তাঁর ভাই শহীদ আফ্রিদির শাহরুখের প্রতি অন্ধ ভালোবাসার কথা সবাইকে জানান। তিনি জানান, শাহরুখ খানের অন্ধ ভক্ত শহীদ আফ্রিদি। তিনি কখনোই শাহরুখ খানের ছবি মিস করেন না। শাহরুখ অভিনীত ‘মাই নেম ইজ খান’ নাকি ডজন খানেকবার দেখা হয়ে গেছে শহীদ আফ্রিদির।জাভেদের ভাষ্যানুযায়ী সেমির লড়াই দেখতে শাহরুখ খান আসবেন না শুনে নাকি তাঁর ভাইয়ের মন খুবই খারাপ হয়েছিল।
জাভেদ বলেন, এর আগে অবশ্য কিং খানের সঙ্গে শহীদ আফ্রিদির কয়েকবারই দেখা হয়েছে। প্রতিবারই বিভিন্ন বিষয় নিয়ে খুনসুটিতে মেতেছিলেন তাঁরা। ২০০৯ সালে নাকি এক পাকিস্তানি আফ্রিদিভক্ত শাহরুখ খানের সামনে এসে বলেছিলেন, ‘তুমি যত বড় তারকাই হও না কেন, আমাদের শহীদ আফ্রিদির মতো নও।
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১১ রাত ১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




