দেশের সম্ভাবনাময় আউটসোর্সিং এ আরেকটি প্রতিষ্ঠানের নাম যুক্ত হলো যার নাম বিটস সলিউশন। প্রতিষ্ঠানটি ডকুমেন্ট শেয়ারিং-এর জন্য নতুন একটি সফটওয়্যার তৈরি করছে মাইডক্সি নামে। মাইক্রোসফটের আজুর ক্লাউড টেকনোলজি পস্নাটফর্মে তৈরি এই সফটওয়্যারটি শুধু বিটস সলিউশন তৈরিই করে না, পাশাপাশি সফটওয়্যারটির আর্থিক মালিকানার অংশিদারও বিটস। দেশের আউটসোর্সিং সম্ভাবনা নিয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তোফাজ্জল হোসেন মোলস্নাহ বলেন, সফটওয়্যারটি তৈরি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানের জন্য। ইতোমধ্যে এই সফটওয়্যার কেনার জন্য অনেক ক্রেতাই অপেক্ষা করছেন। এর বিলিংও হবে বাংলাদেশ থেকে। পেপারলেস অফিস সলিউশনই হচ্ছে এই সফটওয়্যারের মূল উপজীব্য। ডকুমেন্ট শেয়ারে এতে পেপার বেজড ফাইলের ডকুমেন্ট স্ক্যানিং-এর ব্যবস্থাও থাকছে।
তোফাজ্জল হোসেন বলেন, মূলত আমি ১৯৯৩ সাল থেকেই বিভিন্ন একাউন্টিং সফটওয়্যার ডেভেলপ ও মার্কেটিং করেছি যার মধ্যে একর্ড, টালি, ত্রয়ি প্রভৃতি অন্যতম। বর্তমানে নেট ইআরপি নামে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে ইআরপি সলিউশন দিচ্ছি। এই ইআরপিতে রয়েছে একাউন্টস, ইনভেন্টরি, পারচেজ, সেলস, পিওএস, এলসি ম্যানেজমেন্ট, ফিক্সড এসেট ম্যানেজমেন্ট, এইচআর এন্ড পে-রোল, কাস্টমার কেয়ার, টার্গেট এন্ড এচিভমেন্ট প্রভৃতি। ইতোমধ্যে এই ইআরপিটি সফলভাবে চলছে স্কয়ার ইলেকট্রনিক্স, পারটেক্স ডেনিম লিঃ, রশীদ কৃষি খামার, ভুলুয়া রয়েল সিটি, বিবিজে লেদার গুডস, সেভ দ্যা চিলড্রেন, ডেনমার্ক, সুইডেনসহ বহু প্রতিষ্ঠানে।
দেশের আউটসোর্সিং সম্ভাবনা নিয়ে তিনি বলেন, 'আমরা খুব সফলভাবে মাইডক্সি সফটওয়্যারটি তৈরি করছি। ক্লায়েন্টও খুব খুশি। তারা পেমেন্ট এখন এডভান্স দেয়।
ইতোমধ্যে আরেকটি কাজ নিয়ে আমাদের কথা চলছে সৌদি আরবের সাথে। কিং ফাহাদ প্রতিবছর ১০ মিলিয়ন কোরআন শরীফ প্রিন্ট করে থাকে। তাদের প্রতিষ্ঠানে আমাদের কিছু সফটওয়্যার দেয়ার কথা রয়েছে। আমাদের দেশেই বিশ্বমানের প্রোগ্রামার রয়েছে যাদেরকে দিয়েই দেশে বসে আমরা আউটসোর্সিং কাজ করতে পারি। আমাদের এখন প্রয়োজন হচ্ছে নিরবচ্ছিন্ন বিদু্যৎ, দ্রুতগতির ইন্টারনেট অবকাঠামো আর বিশ্বব্যাপী মার্কেটিং। তাহলে আউটলেট আইটি ক্ষেত্রে এগিয়ে যাবো আমরাও।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




