জুবায়ের আহমেদ
কখনো যদি, তোমার সন্ধ্যা
বেদনাবিধুর হয়ে যায়,
তুমি ভেবো আমায়,
আমি তোমার কল্পনায় চড়ে
পৌছে যাবো তোমার আনন্দ হতে।
মধ্যরাতে নির্ঘুম থাকো যদি,
আসবো তোমার ঘুম হয়ে
উষ্ণ আদরে আগলে রেখো বুকের মাঝে,
ঘুমের দেশে ঘুরবো দুজন মিলে।
ভোর বেলায় আসবো আমি,
স্নিগ্ধ আলো হয়ে,
তুমি আমায় গায়ে মেখো পরম আদরে,
ভোরের আনন্দ হতে চাই সাদরে।
শান্ত বিকেলে কখনো যদি,
নিজেকে একা মনে হয়, আমায় ভেবো,
আমি বিকেলের মুগ্ধ বাতাস হয়ে
তোমাকে শীতল করে, রইবো মিশে।
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




