তোমাকে দেখার অপেক্ষা ফুরায় না,
সেই কবে কখন যেনো তোমায় দেখেছিলাম,
মনে হয় যেনো এক কোটি বছর কেটে গেছে,
তোমার পথ পানে চেয়ে।
তুমি এমনই বিশেষ একজন,
যাকে না দেখার একটি দিনকে বছর মনে হয়।
তোমার মুখোবয় কল্পনায় এঁকে
ফেরার প্রহর গুনি, তুমি আসবে,
তোমায় দেখে শান্ত হবে এই অশান্ত হৃদয়।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




