ম্যাডাম :আরে স্যার আপনার একি অবস্থা ?কানে দুল গলায় হার ?
স্যার : হ্যাঁ আমি তো সবসময় নিজেকে এভাবেই সাজিয়ে রাখি আপনি আগে খেয়াল করেননি ??
ম্যাডাম : না।
স্যার :নিজেকে সাজিয়ে রাখলে মন উৎফুল্ল থাকে কাজে মন বসে।।কাল থাকে আপনিও সেজে আসবেন।কি একখান ঘোমটা দেন আপনি ??কাল থেকে কপালে বড় টিপ পড়বেন কানে দুল গলায় হার,চুলে ঝুটি আর পায়ে নুপুর।।
এইবার বেচারী ম্যাডাম কিছুটা অপ্রস্তুত হইয়া একটা লাজুক হাসি দিল।।ততক্ষণে আমাদের বস প্রতিবাদ করিয়া বলিল কেন ইরানী মেয়েরাকি বোরখা পড়েও সুন্দর করে সাজেনা ?আপনি কেন বলেন ঘোমটা দিলে সাজ হয় না ?
স্যার :হ্যাঁ ওরা বোরখার নিচে প্যান্ট শার্টও পড়ে।তাই ম্যাডাম কাল থেকে আপনার আপাদমস্তক পরিবতর্ন দেখতে চাই।
ম্যাডাম এইবার চুপ করিয়া বসিয়া থাকেন আর তার কলিগরা কেবল মিটিমিটি হাসে।।।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




