তুমি ঘুমোও পথিক।
আমি আলগোছে
ভ্রষ্ট নিয়মের কপাট ডিঙিয়ে,
চুলে বিলি কেটে-
তৈরি করবো নরম নদী!
বুক খূড়ে খূড়ে দেখবো,
কতটা অন্ধকারের,
শেকড় গজিয়েছে জমিনে!
ঠিক একদিন,
পলাতকা ঊষার আলো ছিনিয়ে এনে-
ভরে দেবো তোমার কালো আস্তিন।
তুমি সদ্যজাত শিশুর মত ঘুমাও।
সব শংকা ভয় ঠিক সামলে নেবো,
নিরপত্তা প্রহরীর মত!
তুমি হেটে চলো নির্ভয়ে।
ডঙ্কা বাজিয়ে বীরদর্পে আগলে রাখবো,
সাহসী ছায়ার মত।
তুমি ঘুমোও হে ক্লান্ত পথিক
আমি আঁচল পেতে রেখেছি দূয়ারে।
২৮,০৫,২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


