অনেক দিন পর এলাম কিছু মনে করবেন না। এই ব্লগ ছেড়ে থাকতে আমরও ভালো লাগে না কিন্তু কি করবো বলুন কিছু কর্ম যে না করলে নই। যাক ও সব কথা এখন থাক আপনারা আশা করি ভালো আছেন। আজ যে টা নিয়ে পোস্ট করেছি সেই টা নিয়ে বলি- DNS পালটে আমরা আমাদের নেট স্পীড কিছু টা হোলে ও বাড়াতে পারি এই টা আমি আগে জানতাম কিছু DNS এড্রেস পালটে পালটে দেখে ও ছিলাম কিন্তু কিছু সুফল পাই নি তাই আশা ছেরে দিয়েছিলাম।কিন্তু কিছু দিন আগে ঐ টা আবার মাথায় চলে এলো আবার একের পর এক DNS এড্রেস পালটে পালটে দেখতে লাগলাম আমি এই বার সফল ও হয়েছি ।আমার এই সফলতার ফল আপনার দের ভাগ দিতে এলাম ভাবলাম আমার যদি কাজে লাগে আমার ভাই দের ও লাগতে পারে। Control Panel যান ওখানে CenterNetwork and Sharing Center এ ক্লিক করে CenterChange Adapter Settings এ ক্লিক করার পর আপনি যে নেট ব্যবহার করছেন তার Properties এ গিয়ে Networking যান ওখানে Internet Protocol Version 4 (TCP/IPv4) এ ডবল ক্লিক করুন তারপর Use the following DNS server addresses টা সিলেক্ট করে preferred DNS server এ- 8.8.4.4
secondary DNS server এ 127.0.0.1 করে দিন আমার ছবির মতো তারপর ওকে করে পিসি রিস্ট্রাট দিন ।ভালো লাগলে জানাবেন আর না লাগলে ও জানাবেন ।ভালো থাকুন সুস্থ থাকুন।
এবার আপনার নেট স্পিড সামান্ন্য হলেও বাড়বে মনে হয়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বাঘ আর কুকুরের গল্প......
বাঘ আর কুকুর দুটোই হিংস্র এবং সাহসী প্রাণী। বাঘ, কুকুর যতই হিস্র হোক মানুষের কাছে ওরা নেহায়েতই পোষ মেনে যায়। আমাদের সমাজে, রাজনীতিতে অনেক নেতাদের 'বাঘের বাচ্চা' বলে বিরাটত্ব জাহির... ...বাকিটুকু পড়ুন
আগরতলায় হাইকমিশনে হামলা কাকতালীয় না কি পরিকল্পিত?
গতকাল (২ ডিসেম্বর) ভোরে আগরতলার হিন্দু সংগ্রাম সমিতির বিক্ষোভকারীদের দ্বারা বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রাঙ্গণে হিংসাত্মক বিক্ষোভের পর ন্যাক্কারজনকভাবে আক্রমণ করে। বিভিন্ন তথ্যে চূড়ান্তভাবে প্রমাণিত যে বিক্ষোভকারীরা পূর্বপরিকল্পিতভাবে বাংলাদেশ সহকারী হাইকমিশনের... ...বাকিটুকু পড়ুন
আমাদের সাথে যুদ্ধ করে ভারত লাভবান হবে বলে মনে করি না
আমাদের দেশে অনেক মুসলিম থাকে আর ভারতে থাকে অনেক হিন্দু। ভারতীয় উপমহাদেশে হিন্দু-মুসলিম যুদ্ধে মুসলিমদের সাফল্য হতাশা জনক নয়। সেজন্য মুসলিমরা ভারতীয় উপমহাদেশ সাড়ে সাতশত বছর শাসন করেছে।মুসলিমরা... ...বাকিটুকু পড়ুন
ড. ইউনূস গণহত্যার মাস্টারমাইন্ড - শেখ হাসিনা।
৫ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পলায়নের পর বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করা নতুন সরকার কে বিপদে ফেলতে একের পর এক রেকর্ড ফোন কল ফাঁস করতে থাকেন।... ...বাকিটুকু পড়ুন