আমার দেখা মানুষ গুলো কেমন যেন অন্য রকম
পা গুলো তে শেকড় বাকর
হাতের মাঝে পাতার বাহার
বুকের মধ্যে বিশাল পাহাড়।
আমার দেখা মানুষ গুলো কেমন যেন অন্য রকম
চোখের কোনে ঝড়না আছে
বলতে গেলে ফুলকি ছোড়ে
গ্রহন করে তপ্ত হাওয়া।
আমার দেখা মানুষ গুলো কেমন যেন অন্য রকম
তিনপায়ে তার হাটা চলা
তিন মাথাতে বসে থাকা
তিন চোখে তে জীবন দেখা।
আমার দেখা মানুষ গুলো কেমন যেন অন্য রকম
ক্ষিদে পেলে আঙ্গুল চোষে
ক্ষিদে পেলে কান্না জোরে
নির্ভরতার ছোয়া খোজে।
আমার দেখা মানুষ গুলো কেমন যেন অন্য রকম
সন্ধ্যা বেলা ঝিমিয়ে থাকে
মুখেতে নীল ধোয়া ছাড়ে
গভীর রাতে বৌকে মারে।
আমার দেখা মানুষ গুলো কেমন যেন অন্য রকম
রং এর মাঝে আড়াল করে
সত্যিকারে নিজে কেমন
নিত্য সাজে বহুরুপী।
আমার দেখা মানুষ গুলো কেমন যেন অন্য রকম
প্রতিবাদে প্রান দেবে
প্রতিবাদে প্রান নেবে
প্রতিবাদে অবাক হবে।
আমার দেখা মানুষ গুলো কেমন যেন অন্য রকম
মেনে নেয়া সবকিছু তার
না হলে সে মানিয়ে নেবে
এমনি নাকি তাদের জীবন।
আমার দেখা মানুষ গুলো কেমন যেন অন্য রকম
বুকবেধে সে দারায় পাশে
সমস্যা তে আছে কাছে
সাধ্য মত চেষ্টা করে।
আমার দেখা মানুষ গুলো কেমন যেন অন্য রকম
উপরি খোজে উপরি কামায়
উপরি দিয়ে জীবন চালায়
বেতন হালাল কোরবানী দেয়।
আমার দেখা মানুষ গুলো কেমন যেন অন্য রকম
ভোগ বিলসে মত্ত থাকে
প্রযোজনে পথ্য কেনে
সবকিছু তার অন্তরালে।
আমার দেখা মানুষ গুলো কেমন যেন অন্য রকম
জীর্ন শরীর নগ্ন দেহ
শরীরটাকে বেচে কেহ
ক্ষুধার জ্বালায় বিক্রি ছেলে।
আমার দেখা মানুষ গুলো কেমন যেন অন্য রকম
কেমন যেন অন্য রকম
অন্য রকম
কেমন যেন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




