নিজের পায়ে কুড়াল মারো বাঙালি।
আজকের হরতাল কার বিরুদ্ধে? এই হরতালে ক্ষতি হচ্ছে কার? নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার চেষ্টা দেখে শুধু হাসি পাচ্ছে না বরং মস্তকবিহীন ঈমানদারগণকে উপহাস করতে ইচ্ছে হচ্ছে। যুক্তরাষ্ট্রের বিরূদ্ধে ক্ষোভ প্রকাশ করার এদেশের সাধারণ নাগরিক মুখিয়ে থাকে বিবিধ কারণে, এটা স্বাভাবিক এবং ন্যায়সঙ্গত বটে। কিন্তু এই আবেগ ও ধর্মীয় অনুভূতিকে নিয়ে কুৎসিত রাজনীতিতে আসলে কার লাভ-কার লোকসান হচ্ছে তা কে খতিয়ে দেখছে?
আজকের হরতাল আসলে লক্ষহীন। শুধু তাই নয় , এ হরতাল দেশ বিরোধী এবং জনবিরোধী। এ কর্মসূচি শুধু মাত্র বাংলাদেশকেই ক্ষতিগ্রস্থ্য করছে, যুক্তরাষ্ট্র বা মুসলিম বিরোধী কোন পক্ষের সামান্যতম ক্ষতি হচ্ছে না। বরং উল্টো তাদেরই পক্ষে যাচ্ছে এর ফলাফল। সত্যি সেলুকাস কি বিচিত্র মোটামাথা এদের?
যুক্তরাষ্ট্রে একটি নির্মিত একটি চ্চলচিত্রে মুসলমানদের মহানবীকে এমন ভাবে ইচ্ছাকৃত উপস্থাপন করা হয়েছে যাতে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। বিষয়টির পেছনে মার্কিন ও ইহুদি লবি দায়ী। এ কারণে সারা বিশ্বে মুসলিম জনতা বিক্ষুদ্ধ হয়ে বিভিন্ন দেশে মার্কিন দুতাভাষসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালায়। এমন কি লিবিয়ার মার্কিন রাষ্ট্রদূত তাঁদের হাতে নিহত হয়েছেন। এটা নিন্দনীয় ব্যপার যে এর পরও যুক্তরাষ্ট্র এই বিষয় নিরসনে কোন রূপ ব্যবস্থা নিচ্ছে না। এমন কি কৌশলে বিষয়টি সমর্থন করছে। আমরা সকলেই জানি যে যুক্তরাষ্ট্রে ইহুদিদের অবস্থান কতটা শক্ত, এ ঘটনা তারই প্রমাণ দেয়।
কিন্তু বাংলাদেশের মুসলিম জনতা কি করতে পারতো? তারা বরং যুক্তরাষ্ট্র ও ইহুদি পণ্য বর্জন করতে পারতো। জঙ্গিবাদী কাম্য নয়, তা সত্যিই কোন উপকারে আসবে না। কিন্তু যারা আজ নিজের ক্ষতি করছে, তারাই বাজারে বিদেশী পণ্য ভোগের জন্য উম্মুখ। পরিহাসের কথা এখানেই।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




