বিশ্বাস করা আর নাইবা কর। ছাপিয়ে যেতাম,
এ শহরের সম-সাময়িক বেড়ে উঠা খ্যাতিমান গাধা গরুকেও।
কাল হয়েছে জ্যৈষ্ঠ সন্তান আর নিম্ন মধ্যবিত্তে জন্মে।
অকাল দায়িত্ববোধ আমাকে প্রতিভচ্যুৎ করেছে।
অপ্রসন্ন ভাগ্য প্রতিকূল পরিবেশ, জ্ঞানচর্চার অসামর্থ্যতা,
আমাকে তৃণসম করে প্রতিক্ষণ।
এ ব্যর্থতা রোদন-ই আমাকে মাঝে মাঝে,
প্রগাঢ় কোন আত্মহত্যায় উৎসাহিত করে।
আর জলপরী তুমি!
আমাকে থামিয়ে দিয়েছো টায়ার ফাটা দ্রুতগতিময় গাড়ির মত।
অপরিপক্ক আবেগের পরিনিতি তুমি, তোমার দায়ভার,
আমাকে পৌনঃপুনিক ভাবে পরাভূত করে।
শুধু আমাকে ছেড়ে চলে গিয়ে দেখ,
এ বিদগ্ধ হৃদয় দিয়ে পিছনে ফেলবো
এ শহরের সম-সাময়িক সকল মাথামোটা কবির কবিত্বকে।
আমি এখন পরিপক্ক যুবকের মত শিশ্ন ঘোরাই আমার অদৃষ্টে।
আমার মেধাবী সৃষ্টিশীলতার জ্যের্তিময়তা এখন
ফিকে হতে চলেছে দিনের শেষ প্রহরের সূর্য্যের মত।
ডালপালা থেকে মহীরুহে পরিণত আমি মৃত্যুর দিকে আর
অনন্তের ওপার থেকে ভেসে আসা করুন বেহালার তান,
মাঝ রাতে মনে করায়।
কুয়াশায় ডোবা আজো এক স্বপ্নাহত যুবক আমি।
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




