আমি জলে নেমে ঠিক কিছুই শিখিনি
হোঁচট খেয়েছি আমি ভালবাসতে নেমে ।
ডুবতে ডুবতে যখন উঠেছি কূলে
তখনও ঠিক দুষ্প্রাপ্যের সেই হাহাকার আর
অস্তিত্ব খুজেছি তোমার ।
এবং অতঃপর
নিভৃতে রচনা করেছি এক বিস্মৃত স্পন্দনহীন বেদনার কূপ ।
অবিনাশ বিস্ফোরিত চোখে দেখেছি তোমার রুক্ষ অট্র হাসি ।
হৃদয়ের ধূ ধূ মরু সাহারায় চেয়েছি প্রণয়ের ছোয়া
এক ফোটা প্রেম বৃষ্ট
ঠিক তখনও তুমি অনড় স্হবির
এবং তাচ্ছিল্যের হাসিতে বলেছ ইমোশনফুল
এবং অতঃপর
কোন এক শেষ বিকেলের অস্তমিত আলোয়
তুমি অবিশ্বাসের কুয়াশা ভেঙ্গে নগ্ন মনে
মগ্ন হও আমার তৃষিত নীলাভ আকাশে
অতঃপর কিছু নষ্ট সময় আর নিস্তেজ দেহ নিয়ে
গন্তেব্যে ফেরো ।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




