সকাল বিকেল ঘিরে অনেক কিছুর ভীড়ে
হয় সংশোধন পরিমার্জন সাথে পরিবর্তন ফিরে ফিরে ।
ফতোয়াবাজীর ফতোয়া সাথে হয় সংশোধন সংবিধান
প্রেমিকা চায় প্রেমিকের কাছে প্রেমের প্রতিদান ।
হায় কত কিছু হয় পূনঃপূনঃ পরিবর্তন
হয় না শুধু প্রেমের নিয়মের সংশোধন।
অশ্রু জড়ায় দু চোখ বেয়ে তোমাদের চাপা দীর্ঘশ্বাসে
ভেঙ্গে ভেঙ্গে যায় হৃদয় খানা প্রেমের অবিশ্বাসে ।
একটু পরেই আবার গড়ো নতুন বিশ্বাসে ।
এ বিশ্বাস আবার খান খান হয়
ভেঙ্গে চুরে অব্যক্ত ক্রন্দনে ।
হৃদয় ভাঙ্গি হৃদয় গড়ি
অকস্মাৎ অস্ফুট গুন্জনে ।
এক সাথে কী যায় না রাখা
এক হৃদয়ে ধরে
শীলা নীলা সুমি সাথে সুস্মিতাদের
অতি আপন করে ।
কোন কালে হয় ও যদি প্রেমের নীতি একটু সংশোধন
জেনে রেখ জানিয়ে দেব এ হৃদয়ের বন্ধন ।
চরিত্রহীন ফালতু ভেবে ভৎর্সনা দাও
যায় আসে না খুব বেশী ও
জেনে রেখ এই রোমিও
ভালবাসতো ।আজ ও বাসে
বাসবে আরো সঙ্গোপনে
শীলা নীলা সুমি সাথে সুস্মিতাদের
বছর বছর সন্তর্পনে ।
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




