আমি কবিদের মত করে কবিতার শব্দমালা সাজাতে পারিনা । আমার মনের যন্ত্রনাগুলো শুধু আমার ডায়েরীর পাতা থেকে দিলাম ব্লগের পাতায় ।
কখন থেকে শুরূ হয়েছে অস্তিত্ব আমার!
তার আর হিসেব নেই।
শুধুই বয়সের হিসাবটুকু বেড়ে চলে
ইতিহাসের পথ ধরে জানি অজানা বয়সটুকু।
প্রতিবার নতুন কিছু জানার সাথে নতুন জন্ম হয় আমার।
পলাশীর পান্তরে প্রথম মৃত্যু বেঈমানদের হাতে
বিলীন হয়নি অস্তিত্ব আমার।
জেগে ছিল তিতুমীর,হ্মুদিরামদের তন্ত্রীতে
প্রত্যুসের সূর্য আমাকে নতূন করে সাজিয়েছে
তাঁজমহল থেকে লর্ডদের চক্র পর্যন্ত।
ক্রমেই রহস্যের দরজা খুলে বেরিয়ে আসে
নীল নকশার বুনন।
শেষে ধর্মের দৃশ্যত আক্রান্তে জন্ম আমার।
চোখে ঝরে অনন্ত সময়ের জমাট কালো মেঘ
ফোঁটা ফোঁটা হয়ে।
সাথে সাথে খুলে আমার সাহসের বোতাম
বায়ান্ন, ঊনসত্তর হয়ে আসে একাত্তর।
সব কালের সন্বিত সাহস নতুন করে বাঁচার
পথ দেখায় আমায় ।
চোখ দুটো চেয়ে থাকে সম্ভাবনার উজ্জ্বল্যের দিকে
মুক্ত সূর্য উঠে বাংলার বুক আলো করে।
প্রতারনার টায়রা পরায় নতুন করে আমায়!!
ছল-চাতুরীর আশ্রয়ে প্রতারনা করে
কিছু কৌশলী সন্তান আমার ।
আমি পরিনত হই আপেহ্মিক সূত্রে।
খেলা করে তারা আমায় নিয়ে রাজনীতির ময়দাণে,
গনতন্তের প্রহেলিকায় দেশে বিদেশে
তবুও মহাকালের সঙ্গী হতে চাইনা আমি
জন্ম হোক আমার কালে-কালে
বেঁচে থাকুক মুক্ত অস্তিত্ব আমার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




