দুহাত ভরে বিশ্বাস তুলি সম্পর্কের থলিতে
মিথ্যার সঙ্গম খামচে ধরে ভিত্তিটা।
সময়ের শরীরে কামড় বসায় অকারন ব্যস্ততা
জীবনের শু-রোম সাজানোর ব্যর্থ চেষ্টা
শুধু মার্বেল পাথরের চোখে চেয়ে থাকা প্ল্যাস্টিক পুতুল
কারনে অকারনে আদিম মানব হয়ে যাওয়া
ব্রান্ডের লম্বা আস্তিনে নিজেকে ঢেকে রাখা
খুলে দেয়া নিজেকে পছন্দের লাল,নীল চোখে।
বর্নবাদী প্রেষনে প্রিষ্ট নিয়তি।
তোষামোদের কড়ালগ্রাসে সম্পর্কের রুদ্রমূর্তি
সতর্কতার সাথে হেটে আসে অসতর্ক পরিনাম
দেশীয় দালাল সাজে প্রিয় মানুষের উত্থান
সম্পর্কটা দূর পাল্লার যাত্রীর সহযাত্রী
আমার হারিয়ে যাওয়া রাস্তার কালো বুক ধরে
চেনা-অচেনায়,নিজেকে আড়াল করার ভনিতায়।
নিজের ভেতর থেকে নিজের চলে যাওয়া দেখি
সময়টা দৌড়ায় , ভোল পাল্টায়
আমি একূল ওকূল পাড়াপাড় করি।
প্রিয় মানুষটা অপ্রিয় হয়ে যায়
দেখি একই মানুষ একই সাজে বর্নিল ভূমিকায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




