মাগো আমিও কি নষ্টদের দলে???
দাড়িওলা বুড়া সাপেরা আজও ফনা তুলে
বিষ নিংশ্বাস ছাড়ে উচা মন্চে,
পুলিশের পাহারায়,লাখো মানুষের জলসায়।
আমি দূর থেকে শুধু চেয়ে থাকি
দেখি তোমার নিশ্চুপ অভিমান
তুমি দেখ তোমার সন্তানদের আত্নঘাতি চেহারা
আমি কিছুই করতে পারিনা তোমার জন্য
আমিও সেই নষ্টদের দলে।
ইতিহাস,সংবিধান আর ফলক পরিবর্তনের খেলা
চলে গনতন্ত্রের লাল দালানে।
শুন্যে আর পাতালের রাজ্যময় গনতন্ত্র ধর্ষণ করে
রস খাওয়া বেশ্যার দালালরা।
লক্ষনরেখায় আটকে থাকে নপুংসক সমাজ।
তোমার নিশ্চল চোখে শুধু ঘৃনার অনল।
কার প্রতি তোমার এ অসীম ঘৃনা???
আমার প্রতিই হবে হয়ত
আমিও যে নষ্টদের দলে।
শকুনদের সাথে আতাত চলে গদি দখলের লড়াইয়ে
স্বনামে বেনামে ডলার আর পাউন্ডের ছড়াছড়ি
কোথায় থেকে আসে,কোথায় যায় এসব!!!
ঘটে যাওয়া ঘটনার রহস্য আলোয় আসেনা
মুখ থুবড়ে পড়ে থাকে আমাদের প্রতিবাদ,
থু-থুর দলা,টিপাই মুখে,গ্যাস চুক্তির পাড় জুড়ে।
কল্পনায় ভর করে আতংকময় পলাশীর প্রান্তর।
মাগো আমি আটকাতে পারিনা ফারাক্কা বাধ,
অপরাধী হাইওয়ে,গ্যাসর পাপই লাইন।
আমি খুলতে পারিনা ক্ষমতার বিপরীতে থাকা
মানুষদের আবরন,কোমল উরু যুগল।
আমি কিছুই পারিনা,কিছুইনা
আমিও সেই নষ্টদের দলে।
ভ্রষ্টা জাতির নষ্ট গদ্যে মহাকাব্য
লিখে চলে শব্দের বাবুই পাখিরা।
প্রতিদিনের অন্ধকার নিত্যকাব্য হয়
পত্র-পত্রিকর পাতায়,টিভি চ্যানেলের হেডলাইনে।
যুক্ত হয় একটি দূর্ভাগ্যের নতুন পাতা
বোবা-বিরান ইতিহাসের পান্ডুলিপিতে।
আর ক্লিব বেদনায় তুমি স্তব্ধ হয়ে থাক
বুনো অন্ধকারে থাকে তোমার মধ্যবেলার বয়স।
যতিচিহ্ন একে যায় মহাকালের কলম।
আমি সব দেখি,শুনি।পারিনা কিছুই করতে।
আমিও সেই নষ্টদের দলে।
অন্ধকারের দানবরা এখন আলোয় আসে
ভীতির সাথে সবরকম দরকষাকষি করি আমি
আমাদের ইশ্বর,মহাদেব বাতাসে হাসে
হৃদয়ের সবটুকু ঘৃনা ঢালি ঐশ্বরিক অনুভূতিতে
চাওয়াহীন উপাসনায়,অনুভূতিহীন মাংশখন্ডে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




