কি পেলাম??একরাশ অবহেলা,ঘৃনাছাড়া
কিছুই কি পাওয়ার ছিলনা আমার!!
কিন্তু সবাইতো অধিকার নিয়েই জন্মায়
নাকি সেখান থেকেই আসে বৈষম্য
নয়ত আমি কেন কঠোর নিয়মের চারদেয়ালে
বন্দী একজোড়া ভীতু চোখ,মুক্তির আড়ালে
বন্দী ভালবাসার একবিঘা জমি।
আমি দেখেছি শুধু এক একটি রক্তচক্ষু
আমার প্রতিটি আশার অস্তমিত সূর্য
মনের জমিতে বেড়ে উঠা একদল ঘাসপোকা।
পৌষের মাকড়শার মত বুনা স্বপ্নের জাল
আমার চুপসে গেছে বেদনার বৃষ্টিতে।
ঝাপসা হয়ে গেছে শীতের সকালের কুয়াশার মত
প্রতিটা স্বপ্ন আমার ঝড়ে গেছে নিস্তব্ধ শিশিরের মত
মিশে গেছে অতল সাগরের নীল জলে।
ভাবনার দ্বারে আজ আমি আহত পাখি
চিৎকার করি শুধু আধার শূন্যতায়।
আটকে যাই আমার লাল ঘুড়ির রঙ্গিন সুতোয়
স্মৃতির কাঁশবনে,ম্রীয়মান গোধূলীর লগ্নে।
স্বত্বার পাড় জুড়ে পড়ে থাকে ভুলের স্তর
নিজের প্রতি ঘৃনা সযতন অবহেলায়।
আমি বালিহাঁস হয়ে উড়ে চলি
আজানা পথ ধরে,
অনাধি বাহু বুকে জড়িয়ে,
আধারের অন্তরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




