তুমি সভ্য জগতে আমার ভুল ভালবাসা
ভুল করে লিখা কোন কবিতার কথা
অর্ধ বাস্তবিক উপন্যাসের কোন চরিত্র
কিংবা নাটকের প্রারম্ভিক দৃম্যপটে রোমান্টিক সংলাপ
ছোট গল্পের নিয়মের প্রেষনে কোন নারী।
আমার ভালবাসার রংগুলো বিবর্ন
হয়ে গেছে তোমার বিষ নিংশ্বাসে
বিশ্বাসের ত্রৈধ বিন্দুটা ঢেকে গেছে
প্রেমহীন প্রতারনার আধারে।
জৈবিক সত্তার লুকোচুরিতে।
আমার মনের সোডিয়াম বাতিগুলো শুধু আজ জ্বলে নিভে
আমি পড়ে থাকি চেহারার সাজঘরে
ভোগের পেয়ালায় নিত্য জলসা জমে
আমি পাই একটা নেশার চুমুক
কিংবা একগাধা নিকোটিন ভরা ধূয়া
ছলনার নিত্য চলে রাতভর
কখনো মগ্নতায়,কখনো বাসনার তৃষায়
সব ছাপিয়ে সাত নদী জল চায় এই মন
কোথায় আমার চারপাশের আলেয়ারা??
আমার ভুল করে গড়া ভালবাসা!
চোখযে জ্বলে যায় মোর কামনার আলোতে
তবুও তোমাকে ভুলতে পারিনা
মনেও রাখতে চাইনা আমি।
মনে রাখারইবা কি আছে বল!!
সব কিছুতো ভুলে থাকারই গল্প।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




