তোমায় নিয়ে কবিতা লিখতে বলেছ
কি লিখব বল -
সব কিছুইতো জানার মধো অজানা
কথার খেইয়ের মধ্যে হারিয়ে ফেলা।
কিছুটা বুঝার,বাকিটুকু না বুঝার।
পাগল বয়সের কাছে নিজের আত্নগোপন।
প্রতারিত হওয়া সন্হিত ভালবাসা ।
কত শব্দই সাজাতে চাই তোমায় নিয়ে
প্রতিটা লাইনে রাখতে চাই তোমায়,
কিন্তু ছন্নছাড়া হয়ে যায়।
আমি শুধু অনুভূতির গভীরতাটুকু জানি
আমার গত দিনের অপ্রাপ্তিটুকুর মতন
খুটিনাটি অনুভূতির মহা বিন্যাস।
আমি নাকি অনেক অনুভূতিপরায়ন
তুমি অনেক বাস্তববাদী।
আমি অনুভূতির নক্সা বুনি মনের দেয়ালে
তাই কালো কষ্টরা আমার ছায়া সঙ্গী
আমার চোখের কোটরে নীল জলের বাস
চেনা অচেনার সবটুকু আমি।
তুমি চলে যাও তোমার মত করে
দীর্ঘায়িত কারনের সম্মুখে থাকি আমি।
বিবর্ন সব অনুভূতির মুখ নিয়ে
ভুল করে গন্ধ শোকা বেলি নিয়ে
অপ্রয়োজনীয় অপেক্ষার ফুল হাতে।
তাই আজ দায় নেই,অধিকার নেই
শুধু একটা কন্ঠস্বর মনে রাখা
কিছু কথা অনুকরন করা
অনলাইনে আগমনের একটা শব্দ
কিংবা মুঠোফোনে -
কেমন আছো? একটা বার্তা
কিংবা কলের রিংটোন বেজে উঠা।
হয়ত এইটুকুই আমার প্রাপ্তি।
জানি তুমি হারিয়ে যাবে একদিন
আমার সীমানা প্রাচীর থেকে দূরে
তবুও তুমি থেকে যাও মনের এলবামে
আমার কবিতার ভেতরে বাহিরে
আকাঙ্ক্ষর প্রতিটি প্রত্যুসে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




