এ দৃশ্য দেখে চোখকে বিশ্বাস করতে পারছিনা|
এরচেয়ে বর্বর, এরচেয়ে নির্মম, অমানবিক আর কি হতে পারে! একহাতে ধরে রেখে অন্য হাতে পিস্তল দিয়ে মাথায় গুলি করলো আওয়ামী পুলিশ''
পৃথিবীর কোন দেশে এমন বর্বরতার নজির নেই, এমনকি ইসরায়েলেও নেই, তবে কি আওয়ামীলীগ আজ ইসরায়েলকেও হার মানালো!
১ম হত্যাকান্ড ঘটিয়েছে একজ্ন পুলিশ কমিশনার
চট্টগ্রামে গোপালঞ্জের যে সব পুলিশের গণহত্যা চালায় তারা সবাই হিন্দু!!!
1. পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ
2. অতিরিক্ত কমিশনার (অপরাধ) বনজ কুমার মজুমদার
3. সহকারী উপপরিদর্শক (এএসআই) পরিতোষ
প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজ দেখে জানা যায়, চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ একাধিক জামায়াত-শিবিরেরনেতা কর্মীদের ধরে নিয়ে গিয়ে তাদের পা ও হাতে গুলি করেছে। কাতালগঞ্জ মসজিদে নামাজ আদায়রত মুসল্লিদের উপর ওসি প্রদীপ দাশের নেতৃত্বে একদল পুলিশ গুলিবর্ষণ করে।
প্রশাসনের রন্দ্রে রন্দ্রে অমুসলিমে পরিপূর্ণ । আজ বাংলার মানুষ তার ফল ভোগ করছে!!!
মিশরের হোসনী মোবারকও মনে হয় এতো জঘন্ন কাজেন নির্দেশ দেয়নি যে নামাযরত অবস্থায় গ্রেফতার করতে হবে। জালিমরা জুলুমের ষোলকলা পূর্ণকরেছে এর মাধ্যমে
একাধিক জামায়াত-শিবিরের নেতা কর্মীদের ধরে নিয়ে গিয়ে
তাদের পা ও হাতে গুলি করেছে চান্দগাঁও থানার অফিসার
ইনচার্জ প্রদীপ কুমার দাশ।
এটা কিভাবে সম্ভব, যে পুলিশের দ্বায়িত্ব হল জনগন কে নিরাপত্তা দেয়া| তারা কিভাবে
এরকম জনসমক্কে পিস্তল দিয়ে গুলি করে মানুষ মারতে পারে?
নাকি একজন হি্নদু পুলশ অফিসারের চোখে শিবির কর্মীরা মানুষ নয়?
দুনিয়ার কুনো সভ্য দেশে এরকম নজির নেই আহত অবস্থায় রাস্তায় পরে থাকা শিবির কর্মীকে ্মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করে মাথার খুলি উরিয়ে দিয়ে উল্লাস প্রকাশ করেছে আরেক হিন্দু পুলিশ সদস্য
শিবির করা কি কুনো অপরাধ?
হরতালে মিছিল করার অপরাধে একজন নিরপাদ যুবককে এভাবে ঠান্ডা মাথায় খুন করা হল|
আর ছাত্রলীগ কি না করে??? বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে ১০জন মিলে অস্ত্র উচিয়ে প্রতিপক্ষের উপর গুলি করে আর অবৈধ অস্ত্রের মহড়া দেয় | বিস্বজিত কে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করে
ধর্ষণে সেঞ্চুরি করে, মারামারি, খুন, গুম..আর রুপকথার মত, সাইন্স ফিকশনের গল্পের মত কাল্পনিক দোষী হয় শিবির |
এর জন্য দায়ি ্কে?
এর দায় রাজাকার সরাষ্ট্রমন্ত্রী ম গা আলমগির সহ ডিএম্ পি কমিশ্নার বেনজির যারা মিডিয়ার সামনে দম্ভুক্তি করে শিবির দেখা মাত্র গুলির নিরদেশ দিয়েছিল|
রাস্টের প্রধান শেখ হাসিনা কে ও এর দায় নিতে হবে, কারন তিনি এই সকল হত্যাকাণ্ডের প্রধান উস্কানি দাতা, চট্রগ্ামে একটি লাশের বদলে দশটি লাশের নিরদেশ তো আর প্রত্াহার করেননি|২০০৬ সালে লগি বইঠা দিয়ে মানুষ খুন করিয়েছিলেন|
সেই লগি ৈঠার সন্ত্রাসিদের কে পুলিশের উরদি পরিয়ে আধুনিক অস্ত্র দিয়ে রষ্ট্রীয় আইনের ছায়াতলে থেকে মানুষ খুনের লাইসেন্স তো তিনিই দিয়েছেন
মানবাধিকার কমিশনে একটা ভাড় কে চেয়ারমেন করে এই প্রতিস্ঠান কে চরম ভাবে
লাঞ্ছিত করা হয়েছে| এই ব্যক্তিটি হাজার বছরের সেরা চাটুকার| মানবাধিকার কমিশন কে এখন অনেকে মশকরা কমিন বলতে শুরু করেছেন|
রাস্ট্রে নাগরিকের অধিকার বলতে কি আর কিছুই অবশিস্ট নেই?
মানবাধিকার এর সংগা কি বদলে গেছে নাকি?
আজকের এই হত্যাকণ্ডের রহস্য কি?
সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃস্টান্ত বাংলাদেশে সাম্প্রদায়িক দাংগা বাধানু, যার সুত্র ধরে ভারতীয় আগ্রাসনের পথ উম্মুক্ত করে দেয়া|
যে নারকিয় কায়দায় আজকে মসজিদ থেকে নামাজরত ছেলেদের ধরে এনে গুলি করে হত্যা করা হল | যে তিনটি সবুজ তরুন যুবককে আজ চট্রগ্ামে অমানুষিক্ার চরম পরযায়ে, প্রতিমার বেদীতে বলির পাঠা কে যে উল্লাসের সাথে হত্যা করা হয় সে ভাবে বর্বর ,পশু লিগেরা হত্যা করল, নিহত সেই তরুন দের সাথিরা , তাদের আত্বীয় সজনেরা যদি কিছু একটা করে বসে, তখন তাদেরকে সাম্প্রদায়িক জঙ্গি বলার এক মহা সুযুগ পেয়ে যাবেন আওয়ামী লিগ, সহ তাদের চেলা চামুন্ডা, রাম, বাম , ছুছিল ছমাজ নামক তেলাপুকারা, বলবেন ও বিশ্ববাসি দেখ বাংলাদেশ জঙ্গি হয়া গেছে?
মফিজ বাংলায় আসবে ধারাবাহিক মফিজ জংগি সংবাদ
বহি্বিশ্বের কাছে বাংলাদেশ কে তালেবান পাকিস্তান বলে শেখ হাসিনা চাহিবেন হামিদ কারজাই হতে
কিন্তু যারা আজকে নরঘাতক দের নিরমম প্রতিহিংসার শিকার হয়ে জান্নাতের পথে দিলেন পাড়ি , তাদের পরিবারের কাছে জাতি হিসাবে আমাদের কি কিছু বলার আছে?
নাকি শিবির করার অপরাধে প্রধামন্ত্রী এই পরিবার গুলু কে ও গুলি করে মেরে ফেলতে নিরদেশ দিবেন? নাকি
যেই জারজ পুলিশ গুলু আজকের এই হত্যাকান্ডে প্রতক্ষ ভাবে জরিত তাদেরকে ৃষ্টান্তমূলক শাস্তির বেবস্তা করবেন
ধরে নিলাম শহিদের পরিবার গুলু হয়ত তাদের ফরিয়াদ মহান আল্লাহ পাকের কাছ পেশ করবেন| রাস্ট্র থেকে তারা কিছু পাবেন না বা চাইবেন না|
রাস্ট্র এবং জাতি কিভাবে এর দায় মুক্ত হবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




