হেফাজতে ইসলামের লং মার্চ সফল হউক এই দোয়া করি।
নাস্তিক মুক্ত বাংলাদেশ গড়তে এই লং মার্চ একটি মাইলফলক।
ইমানদার মুসলিমদের জন্য এক যুগান্তকারি পদক্ষেপ।
নাস্তিকেরা (রাম বাম এবং আওয়ামি) তাদের সর্বশক্তি নিয়োগ করে এই লং মার্চ প্রতিহত করার ঘোষনা দিয়েছে ইতিমধ্যে। তারা হরতাল ও ডেকেছে আগামিকাল
কাজেই লংমার্চ খুব সহজ এবং সস্তিতে হবে বলে মনে হচ্ছেনা
কিন্তু একটি বিষয় হল খুবই আশাব্যঞ্জক ,যে এই লং মার্চ বাংলাদেশি সকল আলেম ওলামাকে এক ফ্লাটফর্মে একত্রিত করেছে।
কেবল মাত্র কিছু চিহ্নিত মুনাফেক কাদিয়ানি ছারা।
এতদিন ধরে যে সকল নাস্তিক বেইমান চরম ইসলাম বিদ্বেষী গুলু মুক্তিযুদ্দের চেতনার নামে, স্বাধীনতার পক্ষ বিপক্ষ বলে ,রাজাকার মুক্তিযুদ্বা বলে মুলত ইসলাম বিরুধী ভুমিকায় ছিল এই লং মার্চ তাদের মুনাফেকি চরিত্র জনসমক্ষে প্রকাশ করে দিয়েছে
শাহরিয়ার কবির ,মুতা মামুন গং দের নগ্ন ইসলাম বিদ্দেষি চরিত্র এবার দিবালোকের ন্যায় পরিস্কার।
আওয়ামি লিগের ধর্মনিরপেক্ষতা যে চরম ইসলাম বিরুধীতা ছারা আর কিছুই নয় সেটা ও সাধারন জনতার কাছে খোলাসা হয়ে গেছে।
জাতি আজ দুভাগে বিভক্ত ইমানদার
ধর্মপ্রান মুসলমান একভাগে
অন্যভাগে বহুরুপি ভাদা নাস্তিক ইসলাম বিরুধী রা
প্রথম ভাগে শতকরা নব্বই ভাগ মানুষ
দ্বিতিয় ভাগে শুন্য দশমিক শুন্য একভাগ ।অথচ এরাই আজ আমাদের শাসন শোষন করছে
কাজেই লংমার্চ কি রকম হবে সেটা আর বিবেচ্য কোন বিষয়. নয়। কারন লং মার্চের উদ্দেশ্য ইতিমধ্যে সফল হয়েছে যা কিনা ইমানদার আর মুনাফেকের মাঝে ব্যবধান টেনে দিয়েছে পরিস্কার ভাবে।
আর এই ব্যবধান আমাদের আগামি দিনের সকল কর্মসুচি কে নির্দেশনা দেবে
বাতিলেরা নিক্ষিপ্ত হবে আস্তাকুরে
বাংলাদেশে ইসলামের কলেমা সম্বলিত পতাকা উড়বে পতপত করে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




