পিসিটা খুব ধিরগতির হয়ে যাবার কারনে দিন দুই আগে C ড্রাইভটা ফরম্যাট করেছি। প্রয়োজনীয় ফাইলগুলির ব্যাকআপ নিয়েছিলাম ঠিকই কিন্তু একেবারেই ভুলেছিলাম আমার ইয়াহুর ইন্সট্যান্ট মেসেনজারের আরকাইভে রাখা কথোপকথোন গুলিকে। আমার গত ৩ বছরের সব ভাবনা, শেয়ারিং; আমার বয়ে যাওয়া সময়ের পূর্ণ জীবন্ত ইতিহাস ছিল ঐ কথোপকথন গুলি। ধারনা ছিল মেইল এর মত এগুলিও ইয়াহুর সার্ভারে সেইভ করা থাকে, তাই ব্যাকআপের কথা চিন্তা করি নাই। কিন্তু C ড্রাইভ ফরম্যাট করার পর দেখি আরকাইভের সব মেসেজ মুছে গ্যাছে
কেওকি জানেন ইয়াহু মেসেন্জারের আরকাইভ করা মেসেজ মুছে গেলে কিভাবে ফেরত আনতে হয়? বিষয়টা আমার জন্য খুবি খুবি জরুরি।
প্লিজ কেউ জানালে ভিষন উপকৃত হব।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




