
(ছবি: সংবাদ প্রতিদিন)
এ কেমন প্রশিক্ষণ তোমাদের, নাকি প্রশিক্ষিত তোমাদের অস্ত্রগুলো;
লক্ষ্যবস্তু প্যালেস্টাইনের গাজা শহর নয়তো বা তার আবাসিক বাড়িগুলো শুধু—
মানুষ কিংবা কোনো প্রাণী জরুরি বিষয় নয়?
অথচ অবাক হবার মতন স্থবির বিবেক;
তোমাদের মিসাইলগুলো, ওহে আমেরিকা!
প্যালেস্টাইনের ইতিউতি খুঁজে ফেরে কেবল অবুঝ শিশু।
তবু দেখ হে ইসরাইল, তোমাদের অস্ত্রের ঝংকার, মিসাইল বৃষ্টি
বারুদ মিশ্রিত ধূলি আর বিষাক্ত ধোঁয়ার ঝড়-ঝঞ্ঝাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে
মৃত জননীর গর্ভে করে এপাশ ওপাশ মৃত্যুঞ্জয়ী প্যালেস্টাইনি জাতিকা
চোখ মেলে দেখে নির্মম পৃথিবী; আশপাশে ভীত মুখ, মৃত্যু আর মৃতের মিছিল--
শোনে খুনিদের জান্তব উল্লাস;
যে খুনিগুলোর মানুষ পরিচয়ের হোতা কতিপয় সমরাস্ত্র ব্যাপারী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




