আমরা অমানুষের কাছে মানবিকতা খুঁজি!
ইতিহাসের ওপর এতো ঝরাপাতা জমে থাকে যা আমরা পরিস্কার করে দেখে,পড়ে শিক্ষা গ্রহণ করিনা।
আমরা ইতিহাসকে সহযোদ্ধা ভাবিনি কখনও। সহজ, অনাবিল বেঁচে থাকার মধ্যে জীবনবোধের প্রাপ্তিযোগ নেই।
কোথায় যেন পড়েছিলাম, হীরের টুকরো কুড়িয়ে পাওয়া ব্যক্তি হীরা বিক্রি করতে গিয়েছিল পরিচিত এক বেগুন বিক্রেতার কাছে। বেগুন বিক্রেতা শেষ পর্যন্ত হীরা কিনতে রাজি হয়ে বলেছিলো, "এই হীরার বদলে আমি নয় সের বেগুন দিতে পারি, আর একটাও বেশি নয়।"
অযাচিত হীরার মালিক যেমন জানেনা হীরার ক্রেতা কে, আর বেগুন বিক্রেতাও জানেনা হীরার কি দাম। বেগুন বিক্রেতার কাছে হীরের বিনিময় মূল্য ঐটুকুই, সে জানতো বেগুনের বাজার অর্থনীতি তার ভিত্তি, তার প্রস্তুতি ও প্রাপ্তির সম্পূর্ণ বৃত্ত। নয় সের বেগুনের সত্যিটাকে আঁকড়ে থাকলে একদিন ঝরাপাতা সরিয়ে ইতিহাসের হীরে জ্বলজ্বল করবেই।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



