রাস্ট্রীয় চালচিত্র, ম্যাডমিডিয়া এবং আমরা....
# কোনো ঘটনা ঘটানোর পর অথবা ঘটে যাবার পর বলা হয় "দুর্ভাগ্যজনক ঘটনা!"
# কোনো মৃত্যু বা মেরে ফেলার পর বলা হয় "সব মৃত্যুই বেদনাদায়ক!"
# যাদের পৃষ্ঠপোষকতায় প্রতিপক্ষের লোকদের উপর হামলা করা হয় পরে তারাই বলে, "এটা অনভিপ্রেত, বিষয়টা আমরা খতিয়ে দেখছি!"
# প্রতিনিয়ত সীমান্ত হত্যায় হত্যাকারীদের দোষ নেই, যাদের প্রাণ যায় তারা "গরু চোর"!
# মারামারি কাটাকাটি শেষে পুলিশ এসে মার খাওয়াদের গ্রেফতার করে বলবে " পরিস্থিতি নিয়ন্ত্রণে"!
দেশে আইন আছে, আইনের প্রয়োগ নেই।
পুলিশ আছে,তার পেশাদারিত্ব নেই।
বিচারক আছে কিন্তু ন্যায় বিচার নেই।
তারপর সারাদিনের খবর নিয়ে সন্ধেবেলায় বিশিষ্ট বিদ্বজনেরা(!!) ঠোঁটে লিপস্টিক লাগিয়ে(নারী পুরুষ নির্বিশেষে লিপস্টিক লাগায়) টিভির সামনে বসে তর্কাতর্কি করবেন(বিএনপি নামধারীরা বেশীরভাগই হামলা মামলার ভয়ে মিউমিউ করে)। তর্ক চরমে উঠলে সঞ্চালক/ সঞ্চালিকা বলবেন, "দর্শক, এক্ষুনি ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর, আপনারা আমাদের ছেড়ে কোত্থাও যাবেন না"।
...... ততক্ষণ বিজ্ঞাপনে দেখবেন....পেট চেপে এক তরুণী মডেল সিড়ি দিয়ে নামছে আর ওর বর নামক মডেল বলছে-"সাত দিনও হয়নি ও জানতে পেরেছে...এখনই কত যত্ন নিচ্ছে...তাই আমি ওকে মাদার হরলিক্স দিচ্ছি!" অথবা ক্লোজআপ হাসি, দাঁতের শিরায় শিরায় সেনসোডাইন....ইত্যাদি।
না, আমরা কাউকে ছেড়ে কোত্থাও যাইনি।
আমাদের যাওয়ার কোনো পথ নেই, যাওয়ার কোনো যায়গা নাই।
আমরা ভালো আছি। অসীম ধৈর্য নিয়ে খুব ভালো থাকতে বাধ্য হচ্ছি।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



